আপনি ভালো কাজ শিখেছেন, স্যাম্পল আছে, ফাইল আছে, ভাল বায়ার কমিউনিকেশন করতে পারেন, হয়তোবা মার্কেটপ্লেসে অনেক চেষ্টা করেছেন কিন্তু Account Rank করাইতে পারেন নাই তাহলে আপনাকে অবশ্যই মার্কেটপ্লেস এর বাইরে Client খুঁজে কাজ করতে হবে।
YouTube SEO, Promotion & Ads Campaign Class
ইউটিউব নিয়ে কাজ শিখতে হলে আপনাকে আগে জানতে হবে বায়ারদের কি কি কাজের চাহিদা আছে। সেই চাহিদার উপর ভিত্তি করে আপনাকে কাজ শিখতে হবে যাতে আপনাকে ক্যারিয়ার তৈরি হয়। সেই কাজ করার জন্য ছোট, ছোট বিষয় থেকে শুরু করে প্রতিটা বিষয় খুব ভালো করে আপনাকে জানতে হবে।
Social media Marketing & Management Class
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা নিয়ে কাজ শিখতে হলে আপনাকে আগে জানতে হবে বায়ারদের কি কি কাজের চাহিদা আছে। সেই চাহিদার উপর ভিত্তি করে আপনাকে কাজ শিখতে হবে যাতে আপনাকে ক্যারিয়ার তৈরি হয়।
Google Ads campaign Class
ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাড ক্যাম্পেইন সবচাইতে ডিমান্ডিং একটি কাজ। এই কাজ শিখতে হলে আপনাকে আগে জানতে হবে এই কার সম্পর্কিত পরিপূর্ণ বিষয়গুলো। অর্থাৎ এই কাজের খুঁটিনাটি বিষয়গুলো এবং ক্লাইন্ট কি চাই সেই বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে আপনাকে জানতে হবে।
Facebook Organic Promotion & Ads Campaign Class
ডিজিটাল মার্কেটিং এর অ্যাড এর জগতে সবচাইতে বেশি ব্যবহৃত হয় ফেসবুক অ্যাড তাই ক্যারিয়ার তৈরি করতে চাইলে ফেসবুক এডে বিকল্প নাই। এই কাজগুলোর প্রতিটি বিষয় আপনাকে খুব ভালোভাবে জানতে হবে।
Website SEO Class
ওয়েবসাইট এসইও নিয়ে কাজ শিখতে হলে আপনাকে আগে জানতে হবে বায়ারদের কি কি কাজের চাহিদা আছে। সেই চাহিদার উপর ভিত্তি করে আপনাকে কাজ শিখতে হবে যাতে আপনাকে ক্যারিয়ার তৈরি হয়। সেই কাজ করার জন্য ছোট, ছোট বিষয় থেকে শুরু করে প্রতিটা বিষয় খুব ভালো করে আপনাকে জানতে হবে।
With our expert team and the best support, we are trying to make all our freelancing clients gain their business. We always try our best service to give our clients every support for getting a better return on cost investment (ROCI)